মাত্র ১৮০০ টাকার উপর অর্ডার করলেই পাচ্ছেন আমাদের কাছে বিভিন্ন ফ্রি অফার নিচে অফারগুলোর তালিকা দেয়া হলো
**** শর্ত প্রযোজ্য। শর্তগুলো এই পেজের নিচে দেয়া হয়েছে। অর্ডার করার পূর্বে শর্তগুলো ভালো করে পড়ে নিবেন।






ফ্রি অফারের শর্তাবলী:
১) এই ফ্রি অফারটি শুধুমাত্র জিও ব্যাগ ও চায়না ইমপোর্টেড বীজের ক্রয়ের অ্যামাউন্টের উপর প্রযোজ্য হবে। অর্থাৎ আপনি আমাদের থেকে যদি 2500 টাকা ক্রয় করেন। তার মধ্যে জিও ব্যাগ ও ইমপোর্টেড বীজ মিলিয়ে 1800 টাকা ক্রয় থাকলেই আপনি ফ্রি অফারের সাথে যুক্ত হবেন।
২) ফ্রি অফারটি যেহেতু আমরা গিফটসহ আপনার কাছে বিশ্বাস সরূপ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পৌছিয়ে দিব। তাই কোনক্রমেই রিটার্ণ প্রযোজ্য হবে না। শুধুমাত্র একটি কারণ ছাড়া, কোন ড্যামেজ প্রডাক্ট থাকলে কুরিয়ার ম্যান থাকা অবস্থায় চেক করে নিয়ে ড্যামেজ থাকলে জানাবেন। আমরা নিজ কুরিয়ার খরচে তা চেঞ্জ করে দিব ইনশাআল্লাহ।
কিন্তু অন্য কোন কারণে যদি রিটার্ণ করতেই হয়, তাহলে পারসেলটির রিটার্ণ খরচ সহ প্রদান করতে হবে। মানে পাঠাও কুরিয়ারে খরচ যদি 250 টাকা হয়, রিটার্ণ খরচ ও 250 টাকা হবে। তাহলে আপনাকে রিটার্ণ বাবদ 500 টাকা কুরিয়ার চার্জ প্রদান করতে হবে।
৩) ফ্রি অফার পারসেলের ক্ষেত্রে কোন প্রকার এক্সচেঞ্জ বা পারসিয়াল পারসেল রিসিভ প্রযোজ্য হবে না। অথাৎ আপনাকে পুরো পারসেলটাই রিসিভ করতে হবে।
৪) শুধুমাত্র এই ওয়েবসাইট থেকে এড টু কার্ড এর মাধ্যমে অর্ডার করলে আপনি ফ্রি অফারের উপযুক্ত হবেন। অন্য কোন মাধ্যম যেমন ফোন কল, ওয়াটসঅ্যাপ ও ফেসবুক পেজের মাধ্যমে অর্ডার করলে আপনি ফ্রি অফার পাবেন না।
৫) ফ্রি অফারের গার্ডেনিং টুলস আইটেমগুলো চেঞ্জ করা যাবে না। অথাৎ আমরা যে অ্যামাউন্টের উপর যে যে ফ্রি আইটেম দিয়েছি। আপনার অর্ডারের সাথে ওগুলো প্যাকেজিং হয়ে আপনার নিকট যাবে।